১।
Wedding photographer রা
photographer , Graphics designer নন
। দয়া করে ছবিতে
কেটে সেনাকুঞ্জা , সমুদ্র , আগুন , বরফ বসাতে বলে
লজ্জা দিবেন না। এটা
অনেকটা পশুর ডাক্তারের কাছে
নিজের জ্বরের ওষুধ চাওয়ার মত
।
২।
Booking দেয়ার আগে Photographer এর Portfolio দেখে নিন ।
যদি সম্ভব হয় সাথে করে
কিছু পছন্দের বিয়ের ছবি নিয়ে যান। তাহলে দুজন দুজনের Taste সম্পর্কে Idea পাবেন । এটা হওয়া
খুবি স্বাভাবিক আপনার হয়ত পছন্দ চোখ
ঝলসানো আলোতে কিছু চকচকা Portrait কিন্তু Photographer বাবাজি ম্যাটম্যাটে আলোতে কিছু কিছু রম
রমা Moment তুলে বসে থাকল।
৩। প্রত্যেকটা Wedding Photography Page যে ছবি Upload করে তা তাদের Portfolio work যার অর্থ হল সুযোগ
সময় এবং Proper Environment পেলে Photographer এই কাজ বের
করে আনার সামর্থ্য রাখে। একটা ছোট অন্ধকার Restaurant এ Golf
garden এর মত ছবি চাওয়া
একটু জুলুম হয়ে যায় Photographer এর
উপর ।
৪। প্রত্যেকটা Wedding Photography Page যে ছবি Upload করে তা সাধারণত Expensive Package গুলোর
হয় । আপনি যদি Photography এর জন্য ৬০০০ টাকা Budget করেন আর আশা করেন
১০০০০০ টাকার Package এর Service তাহলে Bangladesh এর কোন Wedding Photographer আপনাকে Happy করতে পারবেনা।( যদি নিজের বিয়ের ছবি আপনার কাছে
সত্যি গুরুত্বপূর্ণ হয় তাহলে অবশ্যই
আলাদা একটা Budget করবেন Photography এর জন্য, যেমনটা
করেন Stage , খাওয়া দাওয়া আর জামা কাপড়ের
পিছনে )
৫। সাধারনত আপনি যখন থেকে
আপনার Wedding Photographer সাথে কথা বলা শুরু
করেন তখন থেকে উনি Subconsciously আপনার Character Portray করা শুরু করেন এবং
সেই অনুযায়ী আপনার বিয়ের ছবিগুলো তোলার Plan করেন । কখনো Wedding Photographer দের
বিশাল Discount এর জন্য Push করা
ঠিক না । যদি Budget অতিক্রম করে যায় আপনার
পছন্দের Package তাহলে অন্য Package বা Agency তে Shift করুন ।
৬।
Wedding Photography Agency তে Photographer , Cinematographer , Photo editor , Video editor , Marketing
executive , Quality control officer প্রমুখ
মিলে একটা Circle এ কাজ করেন।
কোন একটা নিয়মের বেতিক্রম এই Circle এর জন্য Obstacle হয়ে দাড়ায়। আপনি যদি সময়মত আপনার ছবি বুঝে নিয়ে Bill Clear না করেন তাহলে তা আপনার , ওই Agency এবং ওই Agency এর অন্যান্য Client দের জন্য সমস্যার কারন হয়ে দাড়ায়।
কোন একটা নিয়মের বেতিক্রম এই Circle এর জন্য Obstacle হয়ে দাড়ায়। আপনি যদি সময়মত আপনার ছবি বুঝে নিয়ে Bill Clear না করেন তাহলে তা আপনার , ওই Agency এবং ওই Agency এর অন্যান্য Client দের জন্য সমস্যার কারন হয়ে দাড়ায়।
সব কথার শেষ কথা
আপনার Wedding Photographer কে আপনার বিয়ের দিনের জন্য Best Friend মনে করুন।
ছবি ভাল আসতে বাধ্য
#Collected
Reviewed by Panda Pandel Event Organizer
on
September 29, 2017
Rating:
No comments: